Friday 18 March 2016

বিখ্যাত ব্যাক্তিদের উক্তি

(১৯১) জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।--- চীনা প্রবাদ

(১৯২) জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে। ---অজানা

(১৯৩) জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। --- ক্রিনেট

(১৯৪) জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনদিন সম্পদশালী হতে পারে না ---সি. এইচ. স্পারজন।

(১৯৫) জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি ---হুইটিয়ার

(১৯৬) টাকার প্রশ্নে সকলেই এক ধর্মাবলম্বী ভলতেয়ার

(১৯৭) তিন ইঞ্চি লম্বা জিভ একজন সাতফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে ---চীনা প্রবাদ

(১৯৮) দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে --- মার্ক টোয়েন

(১৯৯) দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ ---টমাস ক্যাম্পবেল।

(২০০) ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান ---ড্রাইডেন

(২০১) নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না ---কাজী নজরুল ইসলাম

(২০২) নাস্তিক হচ্ছে নিজের প্রচারিত ধর্মের স্বঘোষিত নবী এবং তার নিজ ধর্মের একমাত্র উম্মাত ---সূত্র:অজানা

(২০৩) নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ---হযরত আলী (রা)

(২০৪) নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু ---জ্যাক দেলিল ১৭৩৮-১৮১৩], ফরাসী কবি

(২০৫) প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক --- আব্রাহাম লিংকন।

(২০৬) পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় ---এডওয়ার্ড ইয়ং।

(২০৭) বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না ---হেনরী ওয়ার্ড বিশার

(২০৮) বড় হতে হলে সর্ব প্রথম সময়ের মূল্য দিতে হবে ---ডিকেন্স

(২০৯) বুদ্ধিহীনের সুখ্যাতি ও সম্পদ ভয়ংকর সম্পদ বিশেষ ---ডেমোক্রিটাস।

(২১০) বন্ধু কি ? এক আত্মার দুইটি শরীর। ---এরিস্টটল

No comments:

Post a Comment